মানিকগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় খোন্দকার দেলোয়ারকে স্মরণ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৫ এএম

শ্রদ্ধা আর ভালোবাসায় বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতার পক্ষ থেকে খন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন যাদু, জেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাঈদ, সদস্য সচিব আ. ছালাম বাদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইসাক সরকার। পরিবারের পক্ষ থেকে খন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার বড় পুত্র খন্দকার আকবর হোসেন বাবলু, ছোট ছেলে খন্দকার আক্তার হোসেন পবন, মেয়ে ডাক্তার খন্দকার দেলোয়ারা পান্নাসহ পরিবারের সদস্যরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান ও জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মহিয়ার খান শিপার। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ওয়ান ইলেভেনের সময় দেশে যখন ক্লান্তিকাল চলছিল তখন দেশনেত্রী এবং বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খন্দকার দেলোয়ার হোসেনের হাতে মহাসচিবের দায়িত্ব তুলে দেন। দায়িত্ব নেয়ার পরে তিনি সততা, নিষ্ঠা ও ঈমানের সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। আজকে খন্দকার দেলোয়ার হোসেনের মতো সৎ ও সাহসী নেতার বড়ই প্রয়োজন। স্মরণসভায় সভাপতিত্ব করেন খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু।