Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জের ইটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছাত্রলীগ নেতা

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৫২ এএম

কিশোরগঞ্জের ইটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জের ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার ৬ মাসের জন্য ৭৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর আহম্মেদ হেনরিকে। তিনি মৃগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য। 

হেনরি ওই ইউনিয়নের লাইমপাশা মীর বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। 

হেনরি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কমিটিতে তার পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অধ্যয়নরত হিসাবে। আন্দোলনের ত্যাগী নেতারা বলছেন, হেনরি প্রতারণার আশ্রয় নিয়েছেন। 

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার কল দিলেও হেনরির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ইকরাম হোসেন জানান, হেনরি নবগঠিত ইটনা উপজেলা কমিটির আহ্বায়ক। যদি তার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম