গাজীপুরে আক্কাস মার্কেটে মুদিদোকান আগুনে পুড়ে ছাই

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৪৩ পিএম

গাজীপুর মহানগরের পূবাইল ৩৯নং ওয়ার্ডের আক্কাস মার্কেটের একটি মুদিদোকান পুরাপুরি আগুনে পুড়ে ছাই হয়েছে।
রোববার রাত ৭টা ৫০ মিনিটে রমজানের তারাবি নামাজের আগ মূহুর্তে দোকানের ওপর পাশ দিয়া প্রবাহিত বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট কাজী মাজেদুল হক জানান আক্কাস মার্কেটের ওমর ফারুক স্টোর সোহেলের পাইকারি মুদিদোকান পুড়ে ছাই হওয়ার পর গাজীপুর সদর মেট্রোর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে রাত ৯টার পর। মুদি দোকানীর প্রায় ৪০/৫০ লাখ টাকার মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন যুগান্তরকে জানান, খবর পেয়ে রাত ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই এবং ৪টি ইউনিট কাজ করে মাত্র ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার কারণও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।