বৈষম্য দূরীকরণে নড়াইলে শিক্ষকদের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:১৪ পিএম

শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১টায় শিল্পকলা একাডেমি চত্বরে এ মানববন্ধন হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মো. মহিদুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল।
লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, মাইজপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস সিকদার, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সিংহ প্রমুখ এ সময় উপিস্থিত ছিলেন।
এ সময় শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, আসন্ন ঈদের পূর্বেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া,
চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান তারা। মানববন্ধন
শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি
প্রদান করা হয়।

