
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০২ এএম
চৌহালীর সেই দম্পতি পেলেন রঙিন ঘর

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

আরও পড়ুন
ফেসবুকের কল্যাণে চৌহালীর সেই বয়োবৃদ্ধ নিঃসন্তান দম্পতি পেল রঙিন ঘর। রোববার দুপুরে উমারপুর ইউনিয়নের পাথরাইল দক্ষিণপাড়া চরের সুফিয়া খাতুন (৫৯) ও দিনমুজুর জয়নাল আবেদিন মোল্লার (৭১) হাতে ঘরের চাবি তুলে দেন সমাজকর্মী মামুন বিশ্বাস।
এ নিয়ে ১১ মার্চ যুগান্তরে ‘বৃদ্ধ দম্পতিকে ঘরছাড়া করলেন সুদের কারবারি আব্দুল মতিন’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ হয়।
জানা গেছে, তিন মাস আগে চৌহালী দুর্গম পাথরাইল দক্ষিণপাড়া চরের জয়নাল আবেদিন ও সুফিয়া খাতুন দম্পতিকে সুদের টাকা না পেয়ে তাদের ২৬টি টিনের ঘর বিক্রি করে দেন সুদিকারবারি আব্দুল মতিন। মতিন আগশিমুলিয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। মতিনের কাছ থেকে কয়েক বছর আগে ১ লাখ টাকা দেনা করেন এই দম্পত্তি।
এ বছর চাহিদামতো ধান ও অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় অসহায় পরিবারটি। এ কারণে তিন মাস আগে সুদের কারবারি মতিন মাস্টার দলবল নিয়ে অন্যের কাছে বৃদ্ধ দম্পতির থাকার বাসগৃহ টিনের ঘর বিক্রি করে টাকা নিয়ে নেয়। এরপর থেকে বৃদ্ধা সুফিয়া খাতুন খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে ঝুঁপড়ি ঘর তুলে বসবাস করছে।
এ বিষয়ে সমাজকর্মী মামুন বিশ্বাস জানান, যুগান্তরে সুফিয়া ও জয়নাল দম্পতির অসহায়ত্বের খবরটি চোখে পড়ে। বিষয়টি আমার ফেসবুক পেজে পোস্ট দিয়ে সহযোগিতার আর্জি জানাই। পরে দেশ বিদেশের হৃদয়বান ভাইদের দেওয়া ১ লাখ ৫ হাজার টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়েই রঙিন ঘর, খাদ্যসামগ্রী, পোশাক ও নগদ ২০ হাজার টাকা তুলে দিলাম।