ঈদযাত্রায় থাকবে ২৩ ফেরি, নিরাপত্তায় ৬শ পুলিশ

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৩৩ পিএম

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭ এবং আরিচা-কাজীরহাট নৌপথে ৬টি ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপারে নিয়োজিত থাকবে।
পাশাপাশি মানিকগঞ্জের ৩৬ কিলোমিটার সড়কপথ, আরিচা, পাটুরিয়া নৌপথে ইউনিফর্ম ও সাদা পোশাকে মোতায়েন থাকবে ৬শ পুলিশ। নিরাপত্তা এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবাও।
রোববার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন।
পুলিশ সুপার বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের ৩৬ কিলোমিটার সড়কপথ এবং আরিচা, পাটুরিয়া নৌপথে ইউনিফর্ম এবং সাদা পোশাকে মোতায়েন থাকবে ৬শ পুলিশ।
তিনি বলেন, কেউ যেন চাঁদাবাজি এবং অতিরিক্ত মূল্যে যানবাহন ও নৌযানের টিকিট বিক্রি করতে না পারে এ বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফিটনেসবিহীন যানবাহন এবং অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো যানবাহন যেন নৌপথ এবং সড়কপথে চলাচল করতে না পারে এর জন্য পুলিশের সদস্যরা সাদা পোশাকে মাঠে থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইমতিয়াজ মাহবুব, ট্রাফিক পুলিশের এডমিন হামিদুর রহমান, শিবালয় থানার ওসি (তদন্ত) মুজিবর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাম হোসেন বলেন, ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭ এবং আরিচা-কাজীরহাট নৌপথে ৬টি ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হবে। যাত্রীরা যেন নির্বিঘ্নে পারাপার করতে পারে তার জন্য নদীপথ এবং ফেরিঘাট এলাকা প্রস্তুত রাখা হয়েছে।