
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম
সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের ধরিয়ে দিন: জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম
-67d6fbf4daf34.jpg)
আরও পড়ুন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, নগরীর অপরাধ দমন করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের পুলিশের হাতে ধরিয়ে দিন। সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো দল নেই। তারা সমাজ ও মানুষের শত্রু।
রোববার সন্ধ্যায় মহানগরীর চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর বাসন থানা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বক্তব্য রাখেন- থানা বিএনপির সাবেক আহ্বায়ক বশির আহমেদ বাচ্চু, বিএনপি নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, হুমায়ুন কবির রাজু, রায়হান আহমেদ হৃদয়, মো. আমিনুল ইসলাম প্রমুখ।