রাজশাহীতে নিখোঁজের ৬ দিন পর মিলল কৃষকের লাশ

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

রাজশাহীর মোহনপুরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আলতাফ শাহ (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মোহনপুরের তুলশিক্ষেত্র বিলের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলতাফের বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মন্ডলপাড়া গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, ৯ মার্চ রাতে নিজের জমিতে সেচ দিতে গিয়েছিলেন আলতাফ। জমির পাশেই তার চাচাতো ভাই শরিফুল ইসলামেরও জমি। ওই রাতে তিনিও সেচ দিতে গিয়েছিলেন। সেচ শেষে আলতাফ আর বাড়ি ফেরেননি।
পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজসদৃশ মাংস দেখতে পান। এছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় কয়েক ফোঁটা রক্তের দাগ দেখা যায়। পুলিশ গিয়ে সেদিন ওই মাংস উদ্ধার করে। এটি মানুষের মগজ কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেদিন থেকেই শরিফুল পরিবারসহ পালাতক রয়েছেন।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, রোববার বেলা ১১টার দিকে বিলের ডোবায় বিবস্ত্র একটি লাশ পড়ে থাকার খবর পাই। লাশটির মাথা থেঁতলানো ছিল। খবর পেয়ে আলতাফের পরিবারের সদস্যরাও আসেন। তারা লাশটি শনাক্ত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, আলতাফ নিখোঁজের ঘটনায় তার চাচা মোস্তফা ও চাচাতো ভাই শরিফুলসহ ৬ জনের বিরুদ্ধে আগেই হত্যার উদ্দেশে অপহরণের অভিযোগে একটি মামলা করেছিল আলতাফের পরিবার। ওই মামলায় মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে।