
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম
বাসের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৭:১২ পিএম
-67d6ce45003b1.jpg)
আরও পড়ুন
বরিশালের গৌরনদীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী মজিবর রহমান মোল্লা (৭০) নামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এতে ভ্যানচালক সাইদুল মোল্লা (৩৮), আরোহী লামিয়া আক্তার (১০) গুরুতর আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থলে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর উপজেলার কটকস্থল গ্রামের মৃত কিনাই মোল্লার ছেলে। আহত ভ্যানচালক ও আরোহীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাবিবা পরিবহণের একটি যাত্রীবাহী বাস রোববার সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বেলা ১১টার দিকে কটকস্থল এলাকা অতিক্রমকালে সামনে থাকা একটি যাত্রাবাহী অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী মজিবর, লামিয়া, চালক সাইদুল গুরুতর আহত হন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবেক সেনাসদস্য মজিবরকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বাসটিকে হাইওয়ে থানা পুলিশ আটক করেছে বলে হাইওয়ে থানার ওসি জানিয়েছেন।