
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম
ঈশ্বরদীতে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ, এলাকায় আতঙ্ক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৩ পিএম

আরও পড়ুন
পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘের্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলমান এ সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকে নিজের বাড়িঘর ছেড়ে চলে গেছেন। রোববার সকাল পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে লক্ষীকুন্ডা ইউনিয়নের
চর কুড়লিয়া গ্রামের কৃষক সাইদুর রহমান ও কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নের মুকুল গ্রুপের মধ্যে
এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ দুই গ্রুপের সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরাও
জড়িত।
দুদিন আগে লক্ষীকুন্ডার তালবাড়িয়া এলাকার সরকারি খাস জমি ইজারা দেওয়া
হয়। এরপর থেকেই ওই জমির বণ্টন নিয়ে সাইদুর ও মুকুল গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ে। শুক্রবার
রাতে এ উত্তেজনা সংঘর্ষে রূপ নেয় যা এখনও চলমান। শনিবার গভীর রাতে দুপক্ষ নিজেদের প্রভাব
দেখাতে মহড়া দিয়েছে। ছুঁড়েছে দিতে গুলি। ঘটিয়েছে ককটেল বিস্ফোরণও।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘শব্দ এত জোরালো ছিল যে আমরা ভয় পেয়ে ঘরের
মধ্যে লুকিয়ে ছিলাম। মনে হয়েছে গুলি ও ককটেলের শব্দ।’
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘এলাকার আধিপত্য নিয়ে সংঘর্ষ
হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এ বিষয়ে চানতে মুকুল গ্রুপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া
যায়নি। তবে আরেক গ্রুপের প্রধান সাইদুর রহমান দাবি করেছেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা
নেই। বরং, প্রতিপক্ষরা তাদের লোকজনকে চর এলাকায় যেতে দিচ্ছে না।