
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:২৪ এএম
বাসের পার্কিংস্ট্যান্ড নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:১৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় বাসের পার্কিংস্ট্যান্ডকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে মৌচাক মুক্তাঝিল আবাসিক এলাকায় হওয়া এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত সাতজন।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলাচল নামের একটি বাসের কোম্পানি মুক্তাঝিল
আবাসিক এলাকায় গাড়ি পার্কিং করে। শনিবার রাতে কোম্পানিটির একটি বাসের ধাক্কায় স্থানীয়
মসজিদের কার্নিশের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। এরপর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
মমিনুর রহমান বাবু ও এলাকাবাসী নীলাচল বাস কর্তৃপক্ষকে পার্কিংস্ট্যান্ড সরিয়ে নিতে
বলেন। এ সময় বাস কর্তৃপক্ষ বলে, আগামী মাসের ২২ তারিখের মধ্যে পার্কিংস্ট্যান্ডটি সরিয়ে
নেওয়া হবে। এরই মধ্যে শনিবার রাতে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের
মধ্যে সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানায়, মুক্তাঝিল আবাসিক এলাকায় নীলাচল পরিবহণের অর্ধশতাধিক
বাস রাখা হয়। এতে এলাকাটিতে প্রায়ই জনদুর্ভোগের সৃষ্টি হয়। গাড়ির বেপরোয়া গতিতে প্রায়শ
ঘটে দুর্ঘটনা। এছাড়া এ পার্কিংস্ট্যান্ডকে কেন্দ্র করে ওই এলাকায় মাদক ও ছিনতাইয়ের
মত ঘটনা বেড়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু বলেন, মুক্তাঝিল
আবাসিক এলাকার একটি মসজিদের কার্নিশের দেওয়াল নীলাচলের বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।
এ নিয়ে এলাকাবাসী ও আমরা প্রতিবাদ জানায়। তাদেরকে বাস ডিপোটি সরিয়ে নিতে বলি। বাস কর্তৃপক্ষ
আমাদের সঙ্গে সমঝোতা করে আগামী ২২ এপ্রিলের মধ্যে পার্কিংস্ট্যান্ড সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি
দেয়, যা ১০০ টাকার স্টাম্পের মাধ্যমে লেখা হয়েছিল। এরপর বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল
হোসেনের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে।
অভিযোগের বিষয়ে ইকবাল হোসেন বলেন, ‘এ ঘটনার আমি কিছুই জানি না। আমি গতকাল
থেকে অসুস্থ। তবে শুনেছি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নীলাচল বাসের কর্তৃপক্ষের কাছে
মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছে।’
এ বিষয়ে নীলাচল পরিবহণের কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘আমাদের গাড়ি আসার
সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ
কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তার পক্ষ হয়ে
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর লোকজন আমাদের
ওপর হামলা করে। এ সময় আমিসহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন নামে চার জন
আহত হই। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি ‘
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘নীলাচল বাস ইস্যুতে
দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হোসনে আরা নামের এক মহিলা তার বাসা ক্ষতিগ্রস্থ
হয়েছে উল্লেখ করে মুক্তার নামে বিএনপির এক নেতাকে আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি
মামলা করেছেন।’