
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম
ভাসমান নৌকায় প্রতিমন্ত্রীর কথিত ভাতিজার লাশ

রৌমারী (কুড়িগ্রাম) ও রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম

আরও পড়ুন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের নদের অংশে একটি ভাসমান নৌকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরিফুল ইসলাম উপজেলার ধনারচর চরেরগ্রামের সুরুজ্জামালের ছেলে। এলাকায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভাতিজা হিসেবে পরিচিতি ছিল আরিফুলের।
পুলিশের ধারণা, হত্যা করা হয়েছে আরিফুলকে। এমনকি তার শরীরে আঘাতে চিহ্নও রয়েছে।
মৃতের বড় ভাই আনোয়ার হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তারে ভাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আজাদের সঙ্গে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে আমার ছোট ভাই আরিফুলের বিরোধ চলে আসছিল। আমার ধারণা, তারাই ভাইকে হত্যা করে নৌকায় ভাসিয়ে দিয়েছে।
রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান জানান, ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি ভাসমান নৌকার ওপর যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ধারণা করছি, কেউ তাকে হত্যা করে নৌকায় ফেলে রেখে গেছে। এ ঘটনায় মৃতের ভাই একটি হত্যা মামলা করেছেন।
জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোমিনুল ইসলাম বলেন,
‘কী কারণে খুন হয়েছে সেটা এখনই জানানো যাচ্ছে না। এ বিষয়ে আরও তদন্ত ও খোঁজখবর নিতে
হবে। আসল ঘটনা উদঘাটন করে জানানো হবে।’