Logo
Logo
×

সারাদেশ

দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্যের মৃত্যু

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:১৩ পিএম

দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্যের মৃত্যু

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে নির্মল খীসা (৩২) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের খামারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নির্মল খীসা নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে। এ হত্যার জন্য জনসংহতি সমিতি (জেএসএস) গ্রুপকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে অভিযোগ অস্বীকার করে জেএসএস বলছে, ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনাটি ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি পাহাড়ি এলাকা থেকে পায়ে হেঁটে ইউপিডিএফের কয়েকজন সদস্য খামারপাড়ায় যাচ্ছিল। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ৪ থেকে ৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নির্মল প্রাণ যান। ইউপিডিএফের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় দুর্বৃত্তরা।

সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রবীন চাকমা বলেন, নিহত ব্যক্তি ইউপিডিএফের সদস্য ছিল।

রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশের একটি দল। এ জন্য কারা দায়ী তা বিস্তারিত জানা যায়নি।’

এদিকে নিজেদের সদস্যের মৃত্যুতে বিবৃতি দিয়েছে ইউপিডিএফ। তারা বলছে, খামারপাড়ায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করেছে। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হলেও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার দোসর সন্তু লারমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। রাষ্ট্রীয় বিশেষ মহল এখনও সন্তু লারমাকে মদদ দিয়ে খুন-খারাবি চালিয়ে যাচ্ছে।

অভিযোগ অস্বীকার করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘এ ধরণের ঘটনায় আমাদের জড়িত থাকার প্রশ্নই আসে না। জেএসএস সব সময় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। এছাড়া ওই এলাকায় আমাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলে ওই ঘটনাটি ঘটতে পারে।’

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম