Logo
Logo
×

সারাদেশ

চাঁদা না দেওয়ায় দোকানে তালা দেওয়ার অভিযোগ

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম

চাঁদা না দেওয়ায় দোকানে তালা দেওয়ার অভিযোগ

নড়াইলে কালিয়ায় চাঁদা না দেওয়ায় দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, চাঁদার ৩ লাখ টাকা না দেওয়ায় তার দোকানে তালা দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত বলছেন ভিন্ন কথা। তার দাবি, পাওনা টাকা না দেওয়ায় দোকানে তালা ঝুলিয়েছেন তিনি।

ভুক্তভোগী হাফিজুর রহমান দীপু জানান, উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের সার ও কীটনাষকের দোকান রয়েছে তারা। চাঁদা না দেওয়ায় ২০ দিন আগে তার দোকানে তালা দেয় একই গ্রামের আকরাম শেখ(৬৫)। এরপর থেকে আর দোকান খুলতে পারেননি তিনি।

দীপুর অভিযোগ, অভিযুক্ত আকরাম শেখ রাজনৈতিক দল জাসদের (ইনু) সঙ্গে যুক্ত ছিল। গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বিএনপির নেতা বলে দাবি করেন। যোগ দেন দলটির কর্মকাণ্ডেও। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করছে আকরাম শেখ। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। প্রভাবশালী হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

অভিযোগের বিষয় আকরাম শেখ বলেন, ‘আমি ব্যবসায়ী দীপুর কাছে ৩ লাখ টাকা পাই। তাই তার দোকানে তালা লাগিয়েছি। পাওনা টাকা আদায়ের জন্য দীপুর বিরুদ্ধে কোনো মামলা করিনি।’

নড়াগাতী থানার ওসি মো.শরিফুল ইসলাম বলেন, ‘দোকানে তালা দেওয়া নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নড়াইল তালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম