Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে শ্রমিকদের পেটাল যুবদল নেতা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:৩০ এএম

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে শ্রমিকদের পেটাল যুবদল নেতা

ফাইল ছবি

লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কার কাজের ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে ৬ শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে। তবে দাবিকৃত চাঁদার পরিমাণ জানাননি ঠিকাদার।

শনিবার সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

মারধরে আহত শ্রমিকরা হলেন- কাশেম সর্দার, ইসলাম সর্দার, জাহের সর্দার ও ৩ জন ভেকু চালক। অভিযুক্ত সম্রাট চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও স্থানীয় মনপুরা এলাকার বাসিন্দা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মজুচৌধুরীর হাটে ১০ দশমিক ০৪৮ কিলোমিটার বাঁধ সংস্কারের পাশাপাশি ভাঙা অংশে একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। একইসঙ্গে বাঁধ এলাকার ২ কিলোমিটার অংশে ক্যাম্পের খাল পুনঃখনন করা হচ্ছে। বাঁধ সংস্কার ও খাল খননে ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া প্রায় ২ কোটি টাকা ব্যয় হবে স্লুইসগেট নির্মাণে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা অ্যান্ড সন্স কাজটি করছে। আগামী জুনে কাজ শেষ হওয়ার কথা।

শ্রমিক কাশেম বলেন, শুক্রবার ৩-৪ জন লোক এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। তারা কয়েকজন নেতার সঙ্গে কথা বলতে বলে। শনিবার সকালে কাজ শুরুর পর তারা বাধা দেয়। কাজ বন্ধ না করায় সম্রাট এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি আমাদের পিটিয়ে আহত করে। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ক মামুনুর রশিদ বলেন, সম্রাট চাঁদা চেয়ে না পাওয়ায় আমার শ্রমিকদের মারধর করেছে। শুধু বলে টাকা দিতে, কত টাকা তাও বলেনি।

অভিযুক্ত সম্রাট বলেন, আমি ব্যবসা করি। আমি বেড়িবাঁধের কাজ বন্ধ করিনি। শ্রমিকদের মারধরের ঘটনায় আমি কিংবা আমার লোক জড়িত নয়। আমি ঘটনাস্থলে যাইনি। 

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, সম্রাট যুবদল নেতা ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দেন। তাকে আমরা দল থেকে বিতাড়িত করেছি। আওয়ামী লীগের কোনো দোসরের জায়গা আমাদের দলে নেই। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ঘটনাটি আমার জানা নেই। থানায় গেলে জানতে পারব কেউ অভিযোগ দিয়েছে কি না। এ ব্যাপারে জানতে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খাঁনের মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম