চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, যুবদল নেতা বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম
-67d5970dcf964.jpg)
নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবদল নেতা ফয়সাল আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকালে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে তার সঙ্গে দলীয় নেতা-কর্মীদের কোনো রকমের সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আহত জসিম উদ্দিন ঢাকায় রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।
জসিম উদ্দিনের স্ত্রী নিশা আক্তার জানান, জসিম পরিবার নিয়ে ঢাকায় থাকেন।গত বছরের ৬ আগস্ট যুবদল নেতা ফয়সাল তার স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে চাঁদা না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। গত বৃহস্পতিবার জসিম ঢাকা থেকে বাড়িতে আসেন। পরদিন শুক্রবার মোহনগঞ্জ পাথরঘাটা এলাকায় ইফতারি কিনতে গেলে ফয়সাল তার সহযোগিদের নিয়ে জসিমের ওপর হামলা করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে যুবদল নেতা ফয়সাল আহমেদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।