Logo
Logo
×

সারাদেশ

ফ্রিতে নৌকা না দেওয়ায় থাপ্পড় মারলেন পুলিশ সুপার

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৮:১৫ পিএম

ফ্রিতে নৌকা না দেওয়ায় থাপ্পড় মারলেন পুলিশ সুপার

সিলেটের কোম্পানীগঞ্জে ভ্রমণে গিয়ে ফ্রিতে নৌকা না দেওয়ায় নৌকা ঘাটের খাস কালেকশনের দায়িত্বে থাকা চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে চড়থাপ্পড় মারলেন সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এক পুলিশ সুপার।

অভিযুক্ত ওই পুলিশ সুপার হলেন নাছির উদ্দিন আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। ভুক্তভোগী উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক জাবেদ আহমেদ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভোলাগঞ্জ পর্যটন ঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসপি নাছির এসে ফ্রিতে নৌকা দিতে বলে জাবেদ আহমেদকে। কিন্তু তখন জাবেদ আহমেদ এসপিকে ইউএনওর সাথে কথা বলতে বলেন। এজন্য ক্ষেপে গিয়ে ‘চাঁদাবাজি করিস’ বলেই অফিস সহায়ক জাবেদ আহমেদকে চারটি চড়থাপ্পড় মারেন। এরপর কিছুক্ষণের জন্য পর্যটকবাহী নৌকা বন্ধ রাখেন ঘাটের মাঝিরা।

বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে এসে ইউএনও আজিজুন্নাহার ও ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি মীমাংসা করেন।

জানতে চাইলে ভুমি অফিসের অফিস সহায়ক জাবেদ আহমেদ বলেন, আমার কোনো দোষ না থাকলেও তিনি আমাকে অন্যায়ভাবে চড়থাপ্পড় মেরেছেন। পরবর্তীতে ইউএনও ও ওসির মাধ্যমে বিষয়টি সমাধান হয়। এসপি সাহেব আমাকে সরি বলেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম