
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:১৮ এএম
স্কুল শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে যুবককে গণধোলাই

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম

আরও পড়ুন
পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) যৌণ হয়রানির অভিযোগে সাইফুল ইসলাম ওরফে হাসান চৌকিদার (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৌর শহরের বাউফল সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সাইফুলকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে নবম শ্রেণির ওই ছাত্রী ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাড়ির অদূরে একটি দোকানে যান। এসময় সাইফুল প্রকাশ্যে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন।
ওই ছাত্রী বিষয়টি প্রতিবাদ করলে তার হাত ধরে টানাহেঁচড়া ও যৌন নিপীড়ন করেন সাইফুল। তখন ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি দেখে মোটরসাইকেলে করে সাইফুল ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।
যৌন হয়রানির খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন সাইফুলকে আটক করে গণ পিটুনি দিয়ে থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেন।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাইফুলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।