Logo
Logo
×

সারাদেশ

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর কারাগারে

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর কারাগারে

রাজশাহীর তানোর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (৪০) নামে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাবিবুর রহমানের বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।

এর আগে হাবিবুর রহমানের বিরুদ্ধে শুক্রবার রাতে তানোর থানায় মামলা করেন তারই ছেলে। গত বুধবার হাবিবুর রহমান তার পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনা জানাজানি হলে শুক্রবার বিকালে এলাকাবাসী হাবিবুরের বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

মামলার এজাহারে বলা হয়, গত বুধবার সকালে কাজের উদ্দেশে বের বাদী। এ সুযোগে ছেলের বৌকে নিজ ঘরে ডেকে নেন হাবিবুর রহমান। এ সময় তিনি পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী কোনোমতে পালিয়ে বাবার বাড়ি চলে যান। পরে হাবিবুরের ছেলে শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিয়ে আসতে। এ সময় তিনি সব ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে বাবার সঙ্গে বাগবিতণ্ডা করেন। একপর্যায়ে আশপাশের মানুষও ঘটনা জেনে যায়। পরে তারা হাবিবুরের বাড়ি ঘেরাও করে রাখেন।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান জানিয়েছেন, পুত্রবধূর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডেকেছিলেন। তারপর কথা বলার একপর্যায়ে হাত ধরেছিলেন। ধর্ষণের চেষ্টা তিনি করেননি বলে দাবি করেছেন।’

ওসি বলেন, ‘হাবিবুরের ছেলের স্ত্রীর দাবি, তাকে শ্লীলতাহানি করা হয়েছে। ছেলেও বাবার বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম