
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১২:১১ পিএম
এসআইয়ের নেতৃত্বে ঈদগাহ কমিটির ওপর হামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৪:০৩ পিএম

আরও পড়ুন
ঢাকার ধামরাইয়ে ঈদগাহ ময়দান কমিটি ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়জন, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার উপজেলার আমতা ইউনিয়নের বাওখণ্ড ঈদগাহ ময়দানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, পুলিশের উপস্থিতিতে এক এসআইয়ে নেতৃত্বে এ হামলা চালানো
হয়।
অভিযুক্ত এসআই রাসেল খানের বাড়ি উপজেলার আমতা ইউনিয়নের বাউখণ্ড এলাকায়।
এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
আমতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুল ইসলাম
খান লাবু জানান, গত ৫ মার্চ রাতে গ্রামের মাতবরেরা এক জরুরি সভা করে। সেই সভার মাধ্যমে
ইদগাহ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি করা হয় মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ
সম্পাদক করা হয় ওয়াসিম খানকে।
বিষয়টি জেনে আগের কমিটির সভাপতি জুয়েল খানের ছোট ভাই চট্টগ্রাম থানায়
দায়িত্বরত এসআই রাসেল খান ছুটি নিয়ে বাড়িতে এসে। নতুন কমিটি বাতিল ও ঈদগাহ ময়দান
দখলের ঘোষণা দেন পুলিশের এ সদস্য। বিষয়টি কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে জানানো হয়। তিনি ওই এসআইকে এ ধরণের কর্মকাণ্ড
থেকে বিরত থাকতে বলেন। কমিটি বাতিল করতে ওই এসআই তখন ইনচার্জকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
পরে পরিস্থিতি বেগতিক দেখে ঈদগাহ মাঠে পুলিশের চারজন সদস্যকে মোতায়েন করা হয়।
শুক্রবার ঈদগাহ মাঠের সংস্কার কাজ দেখতে যান নতুন কমিটি সদস্যরা। এ সময়
এসআই রাসেলের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আহত হন ছয়জন।
এ বিষয়ে আগের কমিটির সভাপতি মোহাম্মদ জুয়েল খান বলেন, ‘আমাদেরকে না
জানিয়ে কমিটি বাতিল ও নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন প্রজন্মের ছেলেরা এ কমিটি মানতে
নারাজ। তাই তারা এর প্রতিবাদে স্বোচ্চার হয়ে উঠেছে। বড় ধরণের কোনো সংঘর্ষ হয়নি।
সামান্য ধাক্কাধাকি ও হাতাহাতি হয়েছে। আমার ছোট
ভাই এসআই রাসেল খানের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। সে ঘটনাস্থলে উপস্থিতি
ছিল না। অথচ, তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে।’
অভিযোগের ব্যাপারে এসআই রাসেল খান বলেন, ‘সংঘর্ষ চলাকালে আমি ঘটনাস্থলে
ছিলাম না। আমার বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যাচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা
ও প্রতিবাদ জানাচ্ছি।’
এ বিষয়ে কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক
মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন, ‘ঈদগাহ ময়দান কমিটি নিয়ে যা হয়েছে তা সত্যিই দুঃখজনক।
এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছে। এসআই রাসেল খানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’