ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:০৮ এএম

গাজীপুরের কালিয়াকৈরের ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে উপজেলার নামাশুলা এলাকার কালিয়কৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শুধু অটোরিকশা চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম ওবায়দুল
(৪০)। তিনি জামালপুর সদর থানার রামনগর সোনিয়াটেকি এলাকার চান মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কালিয়াকৈর থেকে ইট
ভর্তি একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে মাওনা
থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। যান দুটি নামাশুলা এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোরিকশাটিকে
চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও দুই যাত্রী মারা যান। গুরুতর আহত হন আরেক
যাত্রী। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘লাশ তিনটি উদ্ধার
করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।’