Logo
Logo
×

সারাদেশ

প্রেমিককে বশে আনতে কবিরাজের কাছে নারী, অতঃপর

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৭:৫৬ এএম

প্রেমিককে বশে আনতে কবিরাজের কাছে নারী, অতঃপর

ময়মনসিংহের মুক্তাগাছায় টাকার বিনিময়ে প্রেমিককে কাছে পেতে কবিরাজের শরণাপন্ন হন প্রেমিকা (ছদ্মনাম) আকলিমা (২৭)। শেষে কবিরাজের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুলে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। 

অভিযুক্ত কবিরাজ আব্দুল খালেক (৬০) একই এলাকার ইদ্রিস মেম্বারের প্রতিবেশী এবং ভুক্তভোগীর স্থানীয় ঠিকানা উপজেলার আটানি বাজার, বসবাস করেন ময়মনসিংহ শহরে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে অবিবাহিত দাবি করা আকলিমা তার প্রেমিককে কাছে পেতে পাঁচ হাজার টাকার বিনিময়ে সোহাগ নামে এক যুবকের মাধ্যমে কবিরাজের শরণাপন্ন হয়। একমাস পেরিয়ে গেলেও কবিরাজের ঝাড়ফুঁকে কাজ না হলে টাকা ফেরত চান তিনি। টাকা না পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সরাসরি কবিরাজের বাড়িতে হাজির হয় আকলিমা। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং আশপাশের লোকজন জড়ো হয়, বাদে লঙ্কাকাণ্ড। এ নিয়ে  শুক্রবার জুম্মার নামাজ শেষে গড়বাজাইল এলাকায় শালিস-দরবার বসায় স্থানীয়রা।

অভিযোগ পেয়ে অভিযুক্ত খালেককে শুক্রবার রাতেই নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পেয়ে খালেককে তার বাসা থেকে আটক করা হয়েছে। ধর্ষণের বিষয়টি মেডিকেল পরীক্ষার পর বলা যাবে। তবে ভুক্তভোগীর দাবি, ১৫ হাজার টাকা পেলে সে বিষয়টি মিমাংসা করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম