সাঈদীর জন্য দোয়া চাওয়ায় চাকরিচ্যুত
বরিশালে ১৪ বছর পর মসজিদে ফিরলেন ইমাম

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৩১ এএম

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া চাওয়ায় বরিশাল কালেক্টরেট জামে মসজিদের ইমামের পদ থেকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল মাওলানা এবিএম মুশাররফ হোসাইনকে। ১৪ বছর পর শুক্রবার তিনি ওই মসজিদে ইমামের ভূমিকায় থেকে মুসল্লিদের উদ্দেশে খুতবা পাঠ ও জুমার নামাজ আদায় করান।
এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে বিরাজ করছে আনন্দ। এর আগে ২০১০ সালের ১৪ মার্চ জোর করে মুশাররফের কাছ থেকে তৎকালীন প্রশাসন অব্যাহতিপত্র নিয়েছিলেন বলে অভিযোগ। এ ঘটনার পর ভুক্তভোগী উচ্চ আদালতে মামলা করায় এখন পর্যন্ত ইমামের পদটি শূন্য রয়েছে। সরকারি কোনো পদ না হওয়ায় কোনো আইনি জটিলতা নেই, তাকে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা।
ভুক্তভোগী মুশাররফ হোসাইনের ছেলে খালিদ সাইফুল্লাহ বলেন, ‘তৎকালীন বরিশাল কোর্ট মসজিদ ও বর্তমান কালেক্টরেট জামে মসজিদ ১৯৭৭ সালে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর একটানা ৩৩ বছর ইমামতি করেন তার বাবা মুশাররফ হোসাইন। কিন্তু আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া চাওয়ায় তার বাবার কাছ থেকে অব্যাহতিপত্র নিয়েছিল তৎকালীন প্রশাসন। তখন আমাদের বাসা মসজিদের সঙ্গেই ছিল। বাবাকে চাকরিচ্যুত করার তিন মাস পর র্যাব সদস্যরা গিয়ে বাসা থেকে আমাদের নামিয়ে দেয়। এর কিছুদিন পর আছমত আলী খান (একে) ইনস্টিটিউশনের শিক্ষকের চাকরিও হারান আমার বাবা।’
মসজিদের খতিবের দায়িত্বে থাকা সানী ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিভাগীয় কমিশনার স্যার রমজানের পরবর্তী জুমার দিনগুলোতেও মাওলানা মুশাররফ হোসাইনের ইমামতি করতে বলেছেন।’