Logo
Logo
×

সারাদেশ

জামায়াতের ২৪ ঘণ্টার আলটিমেটাম

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:২৯ পিএম

জামায়াতের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হোসেন বাদী হয়ে ১৩ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে শুক্রবার বাদ জুমা উপজেলা জামায়াতের উদ্যোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে জামায়াত নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

জামায়াত নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত ১০ কর্মী আহত হন। এ ঘটনায় শুক্রবার ভোররাতে বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হোসেন বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে জুমার নামাজের পর গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসানের নেতৃত্বে কালীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপির পার্টি অফিস ও কালীগঞ্জ থানা অতিক্রম করে খোদেজা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান।

উপস্থিত ছিলেন- উপজেলা নায়েবে আমির মো. আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, পৌরসভা আমির মাওলানা আমিমুল এহসান প্রমুখ।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, শুনেছি তারা (জামায়াতে ইসলামী) নাকি ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। তারা আলটিমেটাম কেন যা খুশি তাই দিতে পারে। পুলিশের কাছে কী আলাদ্দিনের চেরাগ আছে যে ২৪ ঘণ্টার মধ্যে ধরে আনবে। যে যার মতো বলে আর আপনারাও লেখেন।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম