
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ এএম
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম

আরও পড়ুন
বগুড়ার শাজাহানপুরে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু হাসান আলীকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার শাকপালা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দিন নির্যাতিত নারীর মা শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।
পুলিশ জানায়, গ্রেফতার হাসান আলী সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর দক্ষিণপাড়া গ্রামে স্ত্রীর বড় বোনের বাড়িতে বসবাস করেন। হাসান আলী এবং ওই প্রতিবন্ধী নারী (২৮) একই ঘরে পৃথক খাটে ঘুমান। তিনি (হাসান) গত ১১ মার্চ রাত সাড়ে ১২টার দিকে চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে ভাগনিকে ধর্ষণ করেন। ওই নারী পরদিন বিষয়টি তার মাকে অবহিত করলে হাসান আলী পালিয়ে যান।
শাজাহানপুর থানার ওসি আবদুল ওয়াদুদ জানান, প্রতিবন্ধীর মা হাসান আলীর বিরুদ্ধে মামলা করেছেন। রাতে উপজেলার শাকপালা এলাকায় অভিযান চালিয়ে হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।