Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

জমি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুরুত্বর আহত হন মফিজুল ইসলাম (৪৭)। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তিনি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানাায় একটি মামলা করেছে। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।

মৃত মফিজুল ইসলাম উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।

পুলিশ বলছে, জমি নিয়ে প্রতিবেশী হাসিনুরের (৩৫) সঙ্গে বিরোধ চলে আসছিল মফিজুলের। এর জেরে গত ১০ মার্চ সন্ধ্যায় উভয় পক্ষ সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে মফিজুল গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে শুক্রবার হত্যা মামলা করে। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম