ধর্ষণচেষ্টায় ধরা খেয়ে অভিযুক্ত বললেন- শয়তান উদ্বুদ্ধ করেছে

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:৫৭ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর পুরান বাজার এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাকে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাঁচপুর পুরান বাজারের রংপুর গলি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ গ্রেফতারকৃত মনসুর আলীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। আদালতে ধর্ষণের চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর পুরান বাজার রংপুর গলি এলাকায় একটি ভাড়া বাসায় বাবা-মা শিশুটিকে নিয়ে বসবাস করে আসছিলেন। শিশুটির বাবা-মা দুজনে গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করায় প্রতিদিন তারা সকালে তাদের কর্মস্থলে চলে যেতেন। কর্মস্থলে যাওয়ার সময় তারা পাশের বাসার এক নারীর কাছে শিশুটিকে রেখে যেতেন। শিশুটির পরিবার যে বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো ওই বাড়ির পাশের ঘরেই ভাড়া থাকতেন মনসুর আলী নামের এক যুবক।
গত বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বাড়ির উঠোনে বাচ্চাটি খেলাধুলা করার সময়ে মনসুর আলী তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পায়। পরবর্তীতে শিশুর বাবা-মা কাজ শেষে কর্মস্থল থেকে বাড়িতে ফিরে এসে বিষয়টি জানতে পেরে এলাকাবাসীকে ঘটনা অবহিত করে। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মনসুর আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃত মনসুর আলী রংপুর জেলার কাটাবাড়ি এলাকার বাসিন্দা। সে কাঁচপুর পুরান বাজার রংপুর গলির ইসহাক মুন্সির বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুর মোহাম্মদ এর আদালতে প্রেরণ করলে অভিযুক্ত মনসুর আলী আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দিতে ধর্ষণের চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামরুল হোসেন বলেন, ভুক্তভোগী শিশুর বাবা-মা কাজ শেষে তাদের ভাড়া বাসায় ফিরে আসার পর তারা এ বিষয়টি জানতে পারেন। পরে শিশুটির বাবা-মা অভিযুক্তকে এ বিষয়টি জিজ্ঞেস করলে সে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেন ও তাকে এ কাজে শয়তান উদ্ধুদ্ধ করেছে বলে জবানবন্দি দেন। এ সময় সে এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে অনুরোধ করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।