
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম
শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:০৮ এএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্বামী। এর আগে বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া পানি টাংকি এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর দাবি, তার শিশুসন্তানকে জিম্মি করে তাকে ধর্ষণের চেষ্টা
করা হয়।
অভিযোগে বাদী জানান, জালকুড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন তারা।
তাদের পাশের বাসায় থাকে অভিযুক্ত আরিফ। প্রতিবেশী হওয়ার সুবাধে বাদীর স্ত্রীর সঙ্গে
ভালো সম্পর্ক অভিযুক্তের। গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর তিন মাসের শিশুকে কোলে নেওয়ার
অজুহাতে আরিফ বাদীর ঘরে ঢুকে। পরে দরজা লাগিয়ে দেয়।
পরে অভিযুক্ত ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ভুক্তভোগী চিৎকার শুরু
করলে তার শিশুকে নিয়ে অভিযুক্ত তার ঘরে চলে যায়।
অভিযোগে আরও বলা হয়, শিশুকে ফেরত পেতে হলে ওই গৃহবধূকে অনৈতিক কর্মকাণ্ডে
জড়াতে হবে বলে হুমকি দেয় আরিফ। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ওই গৃহবধূ তার স্বামীকে ফোন করে
বিস্তারিত ঘটনা জানায়। পরে তার স্বামী এসে তাদের সন্তানকে উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার স্বামী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত
করছি।’