Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ট্রেনে কাটা পরে দুই যুবক নিহত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৫:৪৯ এএম

গাজীপুরে ট্রেনে কাটা পরে দুই যুবক নিহত

গাজীপুরের শ্রীপুর ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর রেল স্টেশন ও টঙ্গীর রেল স্টেশনে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি রেলওয়ে পুলিশ।

শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীমা আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর রেল স্টেশনের পয়েন্টের পাশে হোম সিগনালের পাশে ট্রেনে কাটা পরে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে দেওয়ানগঞ্জগামী ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হতে পারে। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে খবর দেয়া হয়েছে।

অপরদিকে, টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা তুরাগ কমিউটার ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের পৌঁছায়। স্টেশনে যাত্রা বিরতি শেষে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হয়। 

এসময় রেললাইন পারাপার হতে গিয়ে এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে। লাশটির সুরতাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মরগে পাঠানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম