Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে না: মঈন খান

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে না: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে না। দীর্ঘ একটি সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। বাংলাদেশের গণতন্ত্রকামী যে দলগুলো রয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ সময় আন্দোলন করেছে। তার চূড়ান্ত পর্যায়ে রাজপথে ছাত্রজনতা নেমে এসেছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী বাজার বণিক সমিতির উদ্যোগে নরসিংদী বাজারে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, অন্যায়ভাবে নরসিংদী জেলে যাদের আটকে রেখেছিল। ১৯ জুলাই কারাগার ভেঙ্গে তাদের মুক্ত করেছে ছাত্র জনতা। ওই দিন তারা শরীরের রক্ত দিয়ে জীবন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিল। ১৭২৭ সালে তেহার জেল ভেঙে যে ইতিহাস করেছিল- ১৯ জুলাই নরসিংদী কারাগার ভেঙে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছিল। আপনারা দেখেছেন পরবর্তীতে ২ সপ্তাহের ব্যবধানে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল। মানুষের চেয়ে বড় কোনো অধিকার পৃথিবীতে নাই।

তিনি আরও বলেন,বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে, নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে,সেই বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১২ কোটি ভোটার। তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। সেই ব্যবস্থা করতে হবে এবং সংখ্যা গরিষ্ঠতায় যারাই নির্বাচিত হবে তাদের আমরা মেনে নেব।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- সারোয়ার হোসেন মৃধা, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শা শানু, চড় আড়ালিয়ার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম