
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম
মহাদেবপুরে জব্দ আড়াই মণ নিষিদ্ধ পিরানহা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম
-67d2dd9ca3c39.jpg)
আরও পড়ুন
নওগাঁর মহাদেবপুর বাজারে বিশেষ অভিযান চালিয়ে আড়াই মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের পাইকারী মাছ বাজারে বিক্রির সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছগুলো জব্দ করে মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) রাজিব হোসেনসহ একটি চৌকস পুলিশ দল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, অভিযানের খবর পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে যেতে সক্ষম হয়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে মাছগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
তিনি বলেন, পিরানহা মাছ অত্যন্ত আক্রমণাত্মক এবং দেশীয় মাছের জন্য হুমকিস্বরূপ। শুধু তাই নয়, এ মাছ খেলে মানবদেহের পাকস্থলীর কার্যক্রম ব্যাহত হতে পারে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা তৈরি করতে পারে এবং মূত্রনালীতে প্রদাহ সৃষ্টি করতে পারে। এ কারণে ২০০৮ সালে বাংলাদেশ সরকার এ রাক্ষুসে মাছের উৎপাদন, বংশবৃদ্ধি ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।