
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ এএম
‘বাবা আমি আর বাঁচতে চাই না’ বলা যুবক ট্রেনে কাটা পড়ে নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৫৯ এএম

আরও পড়ুন
ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁওয়ের নাসির (২৯) নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ট্রেনে কাটা পড়া নিহত যুবক ঠাকুরগাঁও রোড ছিট চিলা রং গ্রামের মোহাম্মদ সিদ্দিকীর ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১টার দিকে নাসির ঠাকুরগাঁও চিনিকল এলাকার উত্তর হরিহরপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রেল স্টেশন আসার পথে চলন্ত ট্রেনে ওই যুবক ঝাঁপ দেয়। এতে তার শরীর থেকে মাথা ছিন্ন- বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান।
নাসিরের বাবা সিদ্দিক বলেন, তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ ঋণের কারণে পরিবারে নিয়মিত কলহ চলছিল। বুধবার রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে তিনি বাড়ি ফিরে আসে। রাতে আমি তাকে বলেছিলাম, ‘তোমার সব ঋণ আমি শোধ করে দেবো।’
কিন্তু সে বলল, ‘বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব। সত্যিই চলে গেল আমার বুকের ধন এ বলে তিনি কেঁদে দেন।’