শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:০৩ এএম

ছবি: সংগৃহীত
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটকে (৩৮) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শেরপুর শহরের মীরগঞ্জ মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্রাট মীরগঞ্জ মহল্লার নুরুল ইসলামের ছেলে।
বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ শিক্ষার্থী হতাহতের মামলাসহ মোট ৬টি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, নাজমুল ইসলাম সম্রাট গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যাসহ ৬ মামলার এজাহার নামীয় আসামি । মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মীরগঞ্জ মহল্লায় অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুধবার বিকেলে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে শেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, সংশ্লিষ্ট মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় রিমান্ড শুনানীর তারিখ ধার্য করা সম্ভব হয়নি। নথি প্রাপ্তি সাপেক্ষে তারিখ ধার্য করে রিমান্ড শুনানী হবে। তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম সম্রাট ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা, ছাত্র হত্যা সহ মোট ছয়টি মামলার আসামি নাজমুল ইসলাম সম্রাট।
৫ আগস্ট নজিরবিহীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নাজমুল ইসলাম সম্রাট পলাতক ছিলেন। পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর কয়েকদিন আগে সে বাড়িতে আসে। মঙ্গলবার রাতে বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।