Logo
Logo
×

সারাদেশ

পরকীয়ার জের, বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:০৫ পিএম

পরকীয়ার জের, বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে পরকীয়া সন্দেহে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আইয়ুব নবী সাগর (২৬)। তিনি রেস্তোরাঁর কর্মী ছিলেন।

এ ঘটনায় পুলিশ মো. সিজান নামে একজনকে আটক করেছে। এছাড়া হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তবে খুনের পরিকল্পনাকারী সাইমনসহ অপর দুইজন এখনো পলাতক রয়েছে।

নিহত সাগর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি গ্রামের মোজাহের মিয়ার ছেলে।

আটক মো. সিজান ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার টেন্ডলের বাড়ির মৃত আলমগীরের ছেলে। তিনি হোটেলে কারিগর হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্র জানায়, সাইমনের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সাগরের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে- এমন সন্দেহের বশবর্তী হয়ে সাগরকে খুনের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাত ৯টায় সাগরকে সিডিএ বালুর মাঠ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন আটক সিজানসহ কয়েকজন। পরে তার মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

নিহতের বড় ভাই আবু বকর বলেন, আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। পরে তাকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। খুনিরা তার চোখ উপরে এবং হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেছে। তবে কী কারণে আমার ভাইকে এমন নির্মমভাবে হত্যা করেছে তা বলতে পারছি না।

 

ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, রাতে স্থানীয় লোকজন বালুরমাঠ থেকে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করলে তার লাশ পুলিশ হেফাজতে নেয়। ঘটনার তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে পরকীয়ার জেরে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি।

ওসি আরও বলেন, খুনের ঘটনায় নিহতের অভিভাবক মোজাহের মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম