Logo
Logo
×

সারাদেশ

৭ মাসেও পরিস্থিতির উন্নতি না হওয়া উদ্বেগের: আযম খান

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

৭ মাসেও পরিস্থিতির উন্নতি না হওয়া উদ্বেগের: আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৭ মাস পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। বরং দিন দিন অবনতি হচ্ছে। এমন অবনতিশীল পরিস্থিতিতে দেশের মানুষ উদ্বিগ্ন। তিনি অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান।

তিনি বলেন, নির্বাচন না হওয়ার কারণে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আসছে না। বিদেশি বিনিয়োগ আসছে না। তারা অনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে না।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে আহমদ আযম খান এসব কথা বলেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

নগর বিএনপির গ্রুপিং নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা হচ্ছে- কোনো ধরনের গ্রুপিং করা যাবে না। চাঁদাবাজি-দখলবাজিসহ কোনো অপকর্মে লিপ্ত থাকা যাবে না। এসব করলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত নানা অভিযোগ ওঠায় সারা দেশে ১ হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মতবিনিময় সভা চলাকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয় দুপুর ২টায় জরুরি প্রেস ব্রিফিং করা হবে। বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোনে আমন্ত্রণ জানানো হয়। গণমাধ্যম কর্মীরা মতবিনিময় সভা চলাকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একে একে আসতে থাকেন। দ্বিতীয় তলায় বেশ কিছু গণমাধ্যম কর্মী জড়ো হওয়ার এক পর্যায়ে আহমদ আযম খান তাদের উদ্দেশ করে বলেন, এটা মতবিনিমিয় সভা, আপনারা যারা অবাঞ্ছিত তারা হল থেকে বের হয়ে যান। গণমাধ্যম কর্মীদের ‘অবাঞ্ছিত’ বলায় অনেকে ক্ষোভ প্রকাশ করে সভাস্থল ত্যাগ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম