Logo
Logo
×

সারাদেশ

রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠবস

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম

রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠবস

লক্ষ্মীপুরে পর্দা টানানো দোকানে ঢুকে রোজাহীন বৃদ্ধ-যুবকরা আহার করছিলেন। এটা দেখে লাঠি হাতে অভিযানে নামেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।

কয়েকটি খাবার হোটেলে ঢুকে আহাররত অবস্থা কয়েকজন বৃদ্ধ-যুবককে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় অপমান করেন। ওঠবস করান কানধরে।

বুধবার দুপুরে শহরের থানা রোডে লক্ষ্মীপুর বণিক সমিতি নেতা আজিজ এ কাণ্ড ঘটিয়েছেন।

এদিকে ঘটনাটির কয়েক খণ্ড ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী বৃদ্ধ-যুবকরা চলে গেলেও বণিক সমিতির এই নেতার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসবুকে নিন্দার ঝড় তুলছেন সচেতন মহল।

তবে আজিজ বলেন, কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসাবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। এতে কয়েকজন রোজা না রেখে ভুল করেছে বলে জানায়। তাদেরকে শাস্তিস্বরূপ কানে ধরানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে। তাছাড়া ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম