Logo
Logo
×

সারাদেশ

মাদারীপুরে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম

মাদারীপুরে মসজিদের ভেতরে ৩ জনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. হোসেন সরদারসহ দুইজনকে ঢাকা ও শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে বরিশালে র‌্যাব-৮ এর কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ।

তিনি জানান, অবৈধভাবে বালু ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মো. হোসেন সরদারের নেতৃত্বে চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে বাড়িতে পরে মসজিদের মধ্যে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ৩ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-৮ ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে ঢাকার চিত্রাশাইল থেকে ত্রিপল মার্ডার মামলার প্রধান আসামি মো. হোসেন সরদারকে গ্রেফতার করা হয়। এছাড়া র‌্যাব-৮ এর অপর একটি পৃথক অভিযানে শরীয়তপুর থেকে রাত ২টায় সুমন সরদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সুমন সরদারকে ইতোমধ্যে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রধান আসামি হোসেন সরদারকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বরিশাল মাদারীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম