গুলিতে যুবদল নেতা হত্যা, যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম
-67d1989f9d15b.jpg)
বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে যুবদল নেতা আবু রায়হান রাহিম (২৯) হত্যা মামলার এজাহার নামীয় আসামি উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আকরাম হোসেন (৫২) ধরা পড়েছেন।
পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার গুণাহার ইউনিয়নের তালুচ গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, গ্রেফতার যুবলীগ নেতা ও দুপচাঁচিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকরাম হোসেন মাস্টারপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট সকালে দুপচাঁচিয়া থানার হামলা করা হয়। পুলিশের কাছে অস্ত্র কেড়ে নেওয়ার সময় গুলিতে দুপচাঁচিয়া পৌরসভার চকসুখানগাড়ী এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে, স্থানীয় যুবদল নেতা ও গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হন। তিনি ৯ আগস্ট সকালে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান।
নিহতের মা রওশন আরা বেগম ১৭ আগস্ট দুপচাঁচিয়া থানায় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেনকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ ৮২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পরবর্তীতে রওশন আরা সাক্ষাৎকারে জানান, তিনি কাউকে আসামি করেননি। গভীর রাতে তার কাছে মামলার কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিরপরাধ মানুষ আসামি হওয়ায় আমি চাই এ মামলা খারিজ হোক।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, আকরাম হোসেন এজাহার নামীয় ১১ নম্বর আসামি। মঙ্গলবার রাতে গোপনে খবর পেয়ে তাকে গুণাহার ইউনিয়নের তালুচ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।