
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৩১ এএম
শ্যামনগরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১১

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:১৯ পিএম

আরও পড়ুন
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে তিন জামায়াত কর্মীসহ ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার কাশিমাড়ী বাজারে ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আজিজুল সরদার ও বিএনপি কর্মী আক্তার ফারুকের সমর্থকদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আক্তার ফারুক, শহিদুল্লাহ, রফিকুল ইসলাম, মনজুর হোসেন, সফিকুল ইসলাম খোকন পাকানি, হেলাল, মাসুদ, আল মামুন, জামায়াত কর্মী তহুর মোল্যা, মিজানুর রহমান ও আব্দুর রহমান। এদের মধ্যে সাতজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আক্তার ফারুক ও আজিজুল সরদার এই দুইপক্ষের মধ্যে বিরোধ ছিল। সম্প্রতি আক্তার ফারুক পক্ষের কয়েক তরুণকে মাদকাসক্ত বলে দাবি করে আজিজুল সরদারের লোকজন। এ ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় বিএনপি অফিসে তালা লাগিয়ে দেয় আজিজুল সরদারের লোকজন। এ সময় আক্তার ফারুক কিছু কর্মীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আক্তার ফারুক সমর্থকরা সংঘবদ্ধভাবে সন্ধ্যায় হামলা চালায় আজিজুল সরদারের লোকজনের উপর। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, নিকটাত্মীয় হওয়ায় আহত জামায়াত কর্মীরা বিএনপি নেতা আজিজুল সরদারের পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে আক্তার ফারুক জানান, দলীয় অফিস বন্ধ করতে বাধা দেওয়ায় কয়েক কর্মীসহ তার ওপর জামায়াত কর্মীদের নিয়ে হামলা চালায় আজিজুল, জহুর মোল্যা, আল আমিন ও রবিউল। পরবর্তীতে তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিজেসহ তার ১২ কর্মী আহত হওয়ার দাবি করেন ফারুক।
আজিজুল সরদার জানান, তার লোকজনের ওপর আক্তার ফারুক হামলা করায় এলাকাবাসী সমবেত হয়ে পালটা জবাব দেন। এ ঘটনায় তার পক্ষের ১৫ জন আহত হওয়ার দাবি করে তিনি আরও বলেন, জামায়াতের কর্মী না, বরং তার আত্মীয় হওয়ায় অপর সংগঠনের রাজনীতিতে জড়িত কয়েকজন আহত হয়েছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ করেনি উল্লেখ করে তিনি জানান, দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।