Logo
Logo
×

সারাদেশ

যুবলীগ নেতা নাঈম গ্রেফতার

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০১:১৭ পিএম

যুবলীগ নেতা নাঈম গ্রেফতার

শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে নাঈমুল হাসান (নাঈম) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শরীয়তপুর সদর পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাঈম ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের রফিকুল ইসলাম চৌকিদারের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। পাশাপাশি স্থানীয় একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন নাঈম।

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, গোপন খবরে মঙ্গলবার দুপুরে পাসপোর্ট অফিসের সামনে থেকে নাঈমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষিকা ও ছাত্রীদের যৌন হয়রানি এবং নির্যাতনের অভিযোগ রয়েছে।

ওসি বলেন, নাঈমের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শরীয়তপুর আদালতে পাঠানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম