লরির ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:২৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আষাঢ়ীয়ারচর ব্রিজে হওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অপর আরোহী ফয়সাল।
নিহত তানভীর হাসান মজুমদার কুমিল্লার কোতোয়ালি থানার জাকির হোসেনের ছেলে।
তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পঞ্চম সেমিস্টারের
পড়তো বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুমিল্লার
গ্রামের বাড়ি যাচ্ছিলেন তানভীর ও তার বন্ধু ফয়সাল। যানটি আষাঢ়ীয়ারচর এলাকায় ব্রিজের
ওপর উঠলে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি লরি
মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান তানভীর। গুরুতর আহত হন ফয়সাল।
স্থানীয়র আহতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘নিজ গ্রামে যাওয়ার
পথে সড়ক দুর্ঘটনার শিকার হন দুই শিক্ষার্থী। ঘটনাস্থলেই তানভীর মারা যান। নিহতের লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’