Logo
Logo
×

সারাদেশ

ঢাকায় উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৪:১৫ এএম

ঢাকায় উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার

রাজধানীর শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হত্যা মামলায় সন্দেহভাজন স্বামী নাজের ও স্ত্রী রুপাকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ফরিদপুর রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করে উত্তরখান থানা পুলিশ।

আজ বুধবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজধানীর উত্তরখান থানার পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান।

পুলিশ বলছে, রাজধানীর উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০)। এ ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। ওই ফ্ল্যাটে ২০ থেকে ২২ বছর বয়সি একজন তরুণ ও একজন তরুণীকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার পরিদর্শক (ওসি) মো. জিয়াউর রহমান যুগান্তরকে বলেন, উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজের দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একজনের বাড়ি ফরিদপুরে বলে জানায় পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম