
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০২ এএম
প্রথম রোজায় বাবার মৃত্যু, এবার অটোরিকশায় উড়না পেঁচিয়ে প্রাণ গেল মেয়ের

শেরপুর উত্তর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম

আরও পড়ুন
শেরপুর পৌরসভার অন্তর্গত চাপাতলী মহল্লায় অটোরিকশার চাকায় উড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এর আগে প্রথম রোজার দিন মারা যান ওই স্কুলছাত্রীর বাবা।
নিহত ছাত্রীর নাম মিম আক্তার (১৩)। সে চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত মিস্টার আলীর ছোট মেয়ে। মিম স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিস্টার আলী প্রথম রোজার দিন মারা যান। ১০ দিনের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, শেরপুর শহর থেকে ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে উড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে ছিটকে রাস্তায় পড়ে যায় মিম। এ সময় সে ফাঁস লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম জানান, ঘটনার পর আত্মীয়রা মেয়েটির লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।