চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম

চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- খুলশী থানার আসামি শাহরিয়ার সাদেক, পাঁচলাইশ মডেল থানার আসামি শিপন, শাওন ওরফে ঢাকাইয়া শাওন, শামীম ওসমান, রুবেল, পতেঙ্গা মডেল থানার আসামি জসিম উদ্দিন, আরিফ, চান্দগাঁও থানার আসামি সাইফুল হক, সায়েম মুরাদ, মনু দত্ত, চকবাজার থানার আসামি ইদ্রিস, আনোয়ার হোসেন, আব্দুল মালেক।
কোতোয়ালি থানার আসামি নরুল হাকিম, আনিসুল হক, নুরুল হাকিম, আনিসুল হক।
কর্ণফুলী থানার আসামি বাংলাদেশ শ্রমিকলীগ বৈরাগ ইউনিয়নের সহ সভাপতি ওয়াহিদ, ইপিজেড থানার আসামি ফিরোজ আল মামুন।
হালিশহর থানার আসামি হাফেজ ইসমাইল, ডবলমুরিং মডেল থানার আসামি আনাছ, ইমরান খন্দাকার, মাইনুল ইসলাম, মহসিন সিকদার, ইমরান খন্দকার, বায়েজিদ বোস্তামী থানার আসামি রবিউল হাসান মিন্টু, ইয়াছিন আরাফাত রবিন, আলমগীর।
বাকলিয়া থানার আসামি হানিফ, জাহেলরু হক, জিয়াউল হক, রমজান, মোহাম্মদ ওয়াহিদুল হক, ফারুক।
পাহাড়তলী থানার আসামি মামুনুর রশীদ।
সদরঘাট থানার আসামি- দ্বীন ইসলাম মুন্না ওরফে কালাম, রুবেল মিয়া।
আকবর শাহ্ থানার আসামি জয়নাল আবেদীন ও রুবেল। বন্দর থানার আসামি নাজমুল ইসলাম।
এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।