
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম
ত্রিপুরায় ২৯ বাংলাদেশি গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:১৪ পিএম

আরও পড়ুন
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পৃথক অভিযানে ২৯ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজ্যের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। এ সময় ভারতীয় ৭ জন দালালকেও গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের অনলাইন সংবাদমাধ্যম ‘জাগরণ ত্রিপুরার’ এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- ত্রিপুরা ফ্রন্টিয়ারের বিএসএফ জওয়ানরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে ২৯ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ ভারতীয় নাগরিককে আটক করেছে।
অভিযানে ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্ট থানা, আমতলী থানাধীন নিশ্চিন্তপুর, মোহনপুর থানাধীন হরনাখোলা, পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা রেলস্টেশন, উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি ও ধর্মনগর রেলস্টেশন, দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম এবং ত্রিপুরার গোমতী জেলার এলকেপাড়া সীমান্ত এলাকা থেকে ২৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাদের অবৈধ সীমান্তপথে ভারত অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
খবরে বলা হয়েছে- অবৈধ সীমান্তপথে অনুপ্রবেশ ঠেকাতে জনগণের উদ্বেগ দূর করার জন্য সীমান্ত এলাকায় ৯টিরও বেশি গ্রাম সমন্বয় সভা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।