মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার নারী নিয়ে মাদক সেবনের দৃশ্য ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৭:৩৬ পিএম

প্রতীকী ছবি
‘রঙ্গে ভরা বঙ্গদেশ লীলা খেলার নাইকো শেষ’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছন্দ দিয়ে লেখা পিরোজপুরের এক কর্মকর্তার সঙ্গে নারীর মাদক সেবনের দৃশ্য ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই দৃশ্যে দেখা যায়- জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেড রুমে খাটের ওপরে বসে আয়েশে একত্রিত হয়ে দুজনে খোলামেলা পোশাকে ওই মাদক সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশাজাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছেন।
এ বিষয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয় গিয়ে রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না।
ভাইরাল হওয়া এসব অসামাজিক দৃশ্য দেখে পিরোজপুরের সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ ছাত্র ও নারী শিক্ষার্থীরা মন্তব্য করে বলেছেন, ‘অদ্ভুত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ’।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি শাহরিয়ার আমীন সাগর বলেছেন, ‘এ যেন পুরো বাংলাদশেরই আমলাতান্ত্রিক দুর্বৃত্তের একখণ্ড বীভৎস চিত্র’।