
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:১৮ এএম
গ্যাস বিস্ফোরণে মা-মেয়ের পর প্রাণ গেল স্বামীর

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৪:১৪ পিএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধের ঘটনায় প্রাণ হারিয়েছিল শিশু সুমাইয়া ও তার মা রুপালী বেগম। মা-মেয়ের পর এবার মারা গেলেন রুপালীর স্বামী সোহাগও (২৩)। এ নিয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন
অবস্থায় সোমবার রাতে সোহাগ মারা যান। বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান
বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোহাগের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।’
সোহাগ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের মাজেদুল ইসলামের
ছেলে। একই ঘটনায় এর আগে সোহাগের স্ত্রী রুপালী, ১৮ মাস বয়সি মেয়ে সুমাইয়াসহ তিনজন মারা
যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘সোমবার রাতে সোহাগ
চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে বিস্ফোরণে চারজন মারা গেছেন। আরও চারজন চিকিৎসাধীন
রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।’
গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের
ধনুকুন্ডা শান্তিবাগ এলাকার চেয়ারম্যান বাড়ি এলাকায় গ্যাসের বিস্ফোরণের পর আগুনে দুটি
পরিবারের ৮ জন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটে ভর্তি করা হয়।