Logo
Logo
×

সারাদেশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা লিংকন গ্রেফতার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা লিংকন গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিবারের সঙ্গে দেখা করতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা লিংকন মোল্লা। সোমবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

লিংকন মোল্লা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা টুঙ্গিপাড়া খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় আরও কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন মোল্লা। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তিনি গোপনে বাড়িতে আসেন। খবর পেয়ে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম