Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশের ভুট্টা খেতে মিলল লাশ

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:৫৩ পিএম

নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশের ভুট্টা খেতে মিলল লাশ

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের পাঁচদিন পর আবুল হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা দক্ষিণ আজিমপুর এলাকার রিয়াজুলের ভুট্টা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল ওই এলাকার মৃত হাসেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন আবুল। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয় আবুলের পরিবার। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে আবুলের বাড়ির পাশের ভুট্টা খেতে লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি থানা পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।

বর্তমানে সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম ও পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। ওসি বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম