শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তের বাড়িতে তালা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বখাটের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার বিকালে গ্রামবাসী মিছিল নিয়ে ওই বখাটের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত শনিবার ইফতারের পর ওই বখাটে শিশু শিক্ষার্থীকে
শ্লীলতাহানির চেষ্টা করে।
মেয়েটির বাবার ভাষ্য, ঘটনার দিন ইফতারের পরে তার স্কুল পড়ুয়া মেয়ে বাথরুমে
যাচ্ছিল। এ সময় প্রতিবেশী বখাটে ভুক্তভোগীর মুখে চেপে ধরে পাশের জঙ্গলে নেওয়ার চেষ্টা
করে। মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে যান তার মা। পরে মায়ের চিৎকারে আশপাশে লোকজন
ছুটে এলে ওই বখাটে ও তার সহযোগীরা পালিয়ে যায়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘শিশুটির শ্লীলতাহানির চেষ্টার
ঘটনা জানতে পেরে গ্রামবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা বখাটের বাড়িতে গিয়ে তালা
ঝুলিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ করেনি। তারপরও খবর শুনে পুলিশ
খোঁজ নেয়।’